নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) খুলনা ও কক্সবাজারে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার।
(রবিবার) ২৬শে মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো: মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে,পরিদর্শক আতাউর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দৌলতপুর থানাধীন হাজী শরিয়াতুল্লাহ মার্কেটে অভিযান পরিচালনা করে নাজমুল শিকদার(২৮) এর দেহ তল্লাশী করে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিল ও রফিকুল ইসলাম রতনকে ২(দুই) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (বৃহস্পতিবার) ২৪ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয এর অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারীর দিক-নির্দেশনায়, জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্বাবধানে, উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের এন আলম ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে সিকদার টায়ার হাউজ নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওসমান গনি (২১), পিতা-ফজল করিমকে ১৮০০০ (আঠারো) হাজার পিস ইয়াবা হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করেন বলে জানা যায়।