নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(রবিবার) ৯ই ফেব্রুয়ারী, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগা রাস্তা মোড় এলাকাস্থ নড়াইল টু যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে বাবু শপিং কমপ্লেক্স এর সামনে রাস্তার উপর যাত্রীবাহী বাস গ্রীন লাইন পরিবহনে অভিযান পরিচালনা করে মোঃ শিশির হোসেন (৩৬) কে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
একই দিন অপর অভিযানে বিকেল সাড়ে ৫টায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সাতমাইল বারীনগর এলাকার আফিল ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস চাকলাদার পরিবহনে অভিযান পরিচালনা করে মোছাঃ নুরনাহার আক্তার মন্নী (৩৪) কে ৩ (তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উপপরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, মোঃ শিশির হোসেন (৩৬) ঝিকরগাছা থানার মল্লিকপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত শাহ আলম এর ছেলে। উক্ত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপর আসামী মোছাঃ নুরনাহার আক্তার মন্নী (৩৪) কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউপির থাইংখালী জামতলী শফিউল্লাহ কাটা গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম ও উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে বাদী হয়ে বাঘারপাড়া ও কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।