নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদককারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুর কর্তৃক ১২৮০পিস ইয়াবা উদ্ধার।
(শুক্রবার ) ২৪ মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত একটি রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকিরুল ইসলাম প্রকাশ মারুফ (৪০), পিতা-মৃত জহিরুল ইসলামকে ১২৮০(এক হাজার দুইশত আশি) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।