নিজস্ব প্রতিবেদকঃ মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র নিয়মিত অভিযান অব্যাহত । আবারো ঢাকা ও যশোরে মাদকসহ গ্রেফতার ৩।
(সোমবার) ১১ই নভেম্বর, ২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিনের নেতৃত্বে, ঢাকা মেট্রো (উত্তর) ও ঢাকা গোয়েন্দার সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিজাত গুলশান এলাকায়, হাউস নং-০৬, রোড নং-৫০, গুলশান-০২, “কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড” নামীয় হোটেল নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১১(এগারো) বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশীমদ ও ১৭(সতের) ক্যান বিয়ারসহ মোঃ কামাল উদ্দিন (৪৮) ও মো: আরিফুল ইসলাম (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘ দিন ধরে মাঝে মাঝে বর্ণিত আবাসিক হোটেলে অশ্লীল সংস্কৃতির ডিজে পার্টির আয়োজন করে, অভিজাত শ্রেণীর যুবক- যুবতিরা এতে অংশগ্রহন করে এবং অংশগ্রহনকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো বলে জানা যায়।
এদিকে (সোমবার) ১১ই নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘খ’ সার্কেল একটি টিম বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ দৌলতপুর-টু-পুটখালী রোডে মেম্বারের মোড়ে অভিযান পরিচালনা করে ১০ (দশ) বোতল ফেনসিডিলসহ মোঃ হায়দার আলী (৫৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।