নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ৪০ কেজি গাঁজা উদ্ধার
(সোমবার) ২০ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক তত্তাবধানে, “ক” সার্কেল পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, শিবগঞ্জ থানাধীন কনসাট সোলেমান বাজারস্থ বাতিঘর ইলেকট্রিক হাউজের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ট্রাকে তল্লাশী করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ট্রাক চালক মোঃ সেলিম রোজা (৪০) ও হেলপার মোঃ ওয়াহিদ হোসেন (২১)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় ড্রাইভিং সিটের পিছনে বসা মোঃ রুবেল ইসলাম (৩৪) লাফ দিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান,উক্ত মাদককারবারীরা কুমিল্লা থেকে নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।