নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নরসিংদী কর্তৃক ৬ (ছয়) কেজি গাঁজাসহ গ্রেফতার ১।
(রবিবার) ২৬ মে, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে, “খ” সার্কেল পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেলাব থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ডস্থ ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে মোঃ সনু মিয়া (৫৪) কে ৬ (ছয়) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা বাদী হয়ে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।