নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নাটোর কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
(শনিবার) ১১ই মে, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নাটোর এর উপপরিচালক লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মাহাবুর রহমান এর নেতৃত্বে ‘খ’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, নাটের জেলার গুরুদাসপুর থানাধীন কাছিকাটা এলাকাস্থ আত্রাই টোল প্লাজার সামনে মহাসড়কে কক্সবাজার হতে চাপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল্লাহ (৩০)কে ১৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলেন জানা যায়।