নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কর্তৃক ২০ কেজি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার।
(বৃহস্পতিবার) ২৫ শে এপ্রিল ২০২৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘ক’ সার্কেল একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার চৌগাছা থানাধীন ফুলসারা ইউপির আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোছাঃ শাহানারা বেগম (৪৪), স্বামীঃ মোঃ সৈয়দ আলীকে ২০ (বিশ) কেজি গাঁজা, ২০ (বিশ) বোতল ফেনসিডিল ও ১ (এক) লিটার লুজ ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ টিটু মিয়া প্রকাশ ঘ্যানা টিটো (৩৮) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।