ডেস্ক রিপোর্ট : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র দেশব্যাপী অভিযান অব্যাহত।
(মঙ্গলবার) ২৪শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক হুমায়ন কবীর খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহনে কক্সবাজার থেকে চাঁদপুরের হাজীগঞ্জ ও নারায়নগঞ্জের রূপগঞ্জ গামী বাসে অভিযান পরিচালনা করে ৮,১০০ (আট হাজার একশত) পিস ইয়াবাসহ মোঃ আরিফ উল্ল্যাহ (৩৩) ও মোঃ আলী (৩৭) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বুধবার) ২৫ অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ পোশাকের আড়ালে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার ও ডিএনসি হবিগঞ্জ কতৃক ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতারের খবর পাওয়া যায়।