নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ ও সিলেটে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(শনিবার) ১১ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উখিয়া স্টেশনের প্রধান সড়কে জলিল প্লাজাস্থ/আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো: ফিরোজ (২৬) কে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে । সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান মো: ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে মো: ফিরোজ (২৬)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি মামলা দায়ের করেন।
এদিকে (শনিবার) ১১ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট এর পরিদর্শক মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফেঞ্চুগঞ্জ থানাধীন কটালপুর পূর্ব পাড়াস্থ মোঃ ইসলাম এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৪১০ (চারশত দশ) পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ খায়রুল আলম বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।