নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
(বৃহস্প্রতিবার) ২১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, পটুয়াখালী সদর থানাধীন বড় চৌরাস্তা ফুট ওভার ব্রিজের উত্তর পাশে পায়রা রেস্টুরেন্টের সামনে বরিশাল টু কুয়াকাটাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২৪৫০ (দুই হাজার চারশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ মো: মহসিন মৃধা (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।