নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার
(বুধবার) ৬ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী এর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজশাহীর মোহনপুর থানাধীন কামারপাড়া বড়াইল, নওগাঁ রাজশাহী মহাসড়কের পূর্ব পাশে বড়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর নওগাঁ থেকে রাজশাহী গামী পন্যবাহী একটি কার্গো ট্রাক তল্লাশী করে কাগজের কার্টুনের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রহিম (৩৭) ও মোঃ তানভীর (২২) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ হুমায়ন কবির বাদী হয়ে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।