নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছু থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফেনী,টেকনাফ ও গাইবান্ধায় বিপুল পরিমান ইয়াবা, বিদেশি মদ+ বিয়ার ও ফেন্সিডিল উদ্ধার
(বুধবার) ২৩শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফেনীর বিভাগীয় উপপরিচালক শরীফ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফেনী মডেল থানাধীন লালপোলস্থ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বে আমানত হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৪০০ (পাঁচ হাজার চারশত) পিস ইয়াবাসহ মোঃ সাহাব উদ্দিন সুমন (২৯) কে হাতেনাতে গ্রেফতার করে। একই টিম অপর অভিযানে লালপোল কাবাব ঘরের সামনে রাস্তার উপর আলাল শেখ (৪০) ও ইমরান খোন্দকার (৩৫) এর দেহ তল্লাশী করে ১৮২৫ (এক হাজার আটশত পঁচিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মোজাম্মেল হক ও উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
এদিকে (মঙ্গলবার) ২২ শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টেকনাফের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কচুবনিয়ায় মো: সিরাজুল ইসলামের বসতবাড়ীতে তল্লাশী করে ৮১ বোতল বিদেশি মদ ও ১০২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মো: সিরাজুল ইসলাম (৩৭) পালিয়ে যায় বলে নিশ্চিত করে সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা বলেন, এসকল মাদক মো: সিরাজুল ইসলামের বসতবাড়ীতে মাটির ভিতর পুতে রাখা অবস্থায় ড্রাংক রয়েল বিদেশি মদ ২১ বোতল, গ্লান মাস্টার বিদেশি মদ ৬০ বোতল, আন্দামান বোল্ড ৫ % বিয়ার ৫৪ ক্যান,ডাইয়াবলু স্ট্রং সুপার বিরু ১২ % ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামী মো: সিরাজুল ইসলাম (৩৭) এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্যদিকে (বুধবার) ২৩শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধার উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পলাশবাড়ী থানাধীন মহেষপুর গ্রামস্থ মহেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর- ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিলসহ মোঃ মানিক চাঁন (২৭) ও মোঃ সারোয়ার (১৪) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মোস্তফা জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।