নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) এর পাতানো জালে ধরা পড়ে বিপুল পরিমান ইয়াবা ।
জানা যায়, (রোববার) ২৩শে জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় এর অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী এর দিক নির্দেশনায়,ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাসেদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে গুলশান ও মিরপুর সার্কেল সমন্বয়ে গঠিত দুইটি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২২,৮০০ (বাইশ হাজার আটশত) পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে। গোয়েন্দা নজরদারী ও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গুলশান সার্কেলের সমন্বয়কৃত টিম সন্ধ্যায় সদরঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষার পর পাতানো জালে ধরা পড়ে নারী অধিকার কর্মী পরিচয় দান কারী টেকনাফ থেকে আগত মোখলেছা (৪০) ও তার সহযোগী বোন রেহানা বেগম ১৯,৮০০ (ঊনিস হাজার আটশত) পিস ইয়াবা সহ। সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন,মোখলেছা সপ্তাহখানেক আগে টেকনাফের রহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে প্রথমে যান খাগড়াছড়ি। সেখান থকে বিভিন্ন সড়ক ব্যবহার করে পৌছায় লক্ষ্মীপুরে । এরপর চাদঁপুরে। সেখান থেকে ট্রলারে ওঠার কথা ছিল। মোকলেছার ট্রলারে উঠতে ভয় পেয়ে লঞ্চে করে আসেন সদরঘাটে গত রোববার সন্ধ্যার পর । তিন মাস আগেও সে ৬,০০০(ছয় হাজার) পিস ইয়াবাসহ ধরা পড়ে। জেলও খাটেন মোখলেছা । এদিকে (সোমবার) ২৪শে জুলাই মিরপুর সার্কেল সমন্বয়কৃত টিম যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ ফ্লাইওভার টোল প্লাজা এ ২২ লেনে কক্সবাজার হতে আগত আব্দুল্লাহপুরগামী এস.আলম পরিবহনে ডি-৪ সিটে বসা যাত্রী ফারজানা বেগম (২৮) ও মোঃ আমির আলি (৫৫) কে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে । আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়।