নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার।
(মঙ্গলবার) ২রা মে ২০২৩,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত একটি রেডিং টীম, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সামছুল আলম (৩৮), পিতা-মৃত সরমুলককে ৯০০ (নয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপর অভিযানে, (বুধবার ) ৩রা মে, ২০২৩ কচুয়া থানাধীন উজান ছিনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন (৫০), পিতা-মৃত জয়নাল আবেদিনকে ২ (দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২১০৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।