নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মৌলভীবাজারে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার।
(বুধবার) ২৬ই এপ্রিল ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কুলাউড়া থানাধীন, ১১ নং শরীফপুর ইউনিয়নের আটারঘাট গ্রামস্থ জালাল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জালাল মিয়া ওরফে জালাল (২৬)কে ৪১ (একচল্লিশ) বোতল ফেন্সিডিল ও ২(দুই) বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করে । আসামীর বিরুদ্ধে পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।