নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র মাদকবিরোধী অভিযান অব্যাহত। আবারো ডিএনসি মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদক উদ্ধার।
মুন্সিগঞ্জ
(সোমবার) ৬ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক (অঃদাঃ) মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোসাইবাগ গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইমরান (৩৫ )কে ৪০০(চারশত) পিস ইয়াবা এবং যোগিনীঘাট গ্রামস্থ অভিযান পরিচালনা করে ফাতেমা বেগম (৩৬)কে ৯৮০(নয়শত আশি) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ আমিনুল ইসলাম (৪৩) পালিয়ে যায়।আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে মুন্সীগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।
হবিগঞ্জ
(সোমবার) ৬ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, হবিগঞ্জ এর পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, মাধবপুর থানাধীন রিয়াজনগর মধ্যমহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০(একশত আশি) পিস ইয়াবাসহ মোঃ শামসুল হক উজ্জল (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
ফেনী
(সোমবার) ৬ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফুলগাজী থানাধীন বন্ধুয়া কাশেম আলী ভূঁইয়া বাড়ীস্থ অভিযান পরিচালনা করে কপিল উদ্দিন (৩২)এর বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ বিলাতীমদ, ফেনসিডিল ও বিয়ার উদ্ধার করা হয়। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার
(রবিবার) ৫ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজনগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১. আবাছ মিয়া (৪০) ও মনিলাল রবিদাস (৩৫) কে কে ২কেজি ১০০(দুই কেজি একশত) গ্রাম গাঁজা ও ১৬ (ষোল) লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া
(রবিবার) ৫ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মু: মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সদর থানাধীন উত্তর মোড়াইল পশ্চিমপাড়াস্হ খন্দকার স্টোর নামের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ মোছা: সাজেদা বেগম(৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়েরর করা হয়।