নিজস্ব প্রতিবেদক: মাদককারবারীদের পরিকল্পনাকে নস্যাৎ করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাই প্রমান করলেন মাহে রমজানের পবিত্রতা ও যুবসমাজকে মাদকের কলঙ্ক থেকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর।
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে র্নিঘুম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর, রাজধানীতে মাদকসেবীদের হাতে পৌছে দেওয়ার পূর্বেই একটি মাদেকর বড় চালান ধরতে সক্ষম হয়।
জানা যায়, (শনিবার) ১৪ই এপ্রিল , ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জমান এর দিক-নির্দেশনায়, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্তাবধানে, গুলশান সার্কেল পরিদর্শক নাজমুল হাসান খান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগ মডেল থানাধীন ধোউর এলাকায় এক্টিভ লজিস্টিক নামীয় ওয়ার্কশপের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ শহীদুল ইসলাম (৩৪)কে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হাসান খান বাদী হয়ে তুরাগ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।