একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আবদুল গফুরের শেষ নিঃশ্বাস
ভাষা সৈনিক আবদুল গফুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ
নিসআ)-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল্লাহ মেহেদি দীপ্ত ও ঢাকা জেলার তথ্য ও গবেষনা সম্পাদক শেখ রফিক স্বাধীন -এর দাদা ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত আবদুল গফুর শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে সাংবাদিক তারিক আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজা ও দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।