নিজস্ব প্রতিবেদক: ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার
(সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কসবা থানাধীন আড়াইবাড়ি উত্তর পাড়াস্থ কসবা উডেন ডোর এন্ড ফার্নিচার নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫(পয়ত্রিশ) কেজি গাঁজা, নগদ ৫,৭০০ টাকা ও একটি ব্যটারী চালিত অটোরিকশাসহ মোসা: জরিনা বেগম (৪৫), মো:জালাল উদ্দিন (৫০), মোসা: সুমি বেগম (৫০) ও মো: হানিফ মিয়া (৩৯) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মো:গিয়াস উদ্দিন (২৬) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লক্ষ্মীপুর এর সহকারী পরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কমলনগর থানাধীন চর ফলকন ও চর কাদিরা এলাকায় অভিযান পরিচালনা ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ মোঃ আবদুল খালেক (৭০) ও মোঃ হেলাল (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ আমিরুজ্জামান ও উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বাদী হয়ে কমলনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।