সরকার কূটনীতিতে ব্যর্থ দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিদেশীরা সবাই বলছে বাংলাদেশে গনতন্ত্র নেই। (সোমবার) ২৮ শে আগষ্ট দুপুরের জাতীয় প্রেসক্লাবে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, সরকার কূটনীতিতেও ব্যর্থ। বিদেশীরা সবাই বলছে গনতন্ত্র নেই। অর্থনীতির ভয়াবহ অবস্থা দেখেই বাংলাদেশকে ব্রিকসের সদস্য হতে দেয়নি ভারত। বিএনপির এই নেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্য়ম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ প্রমান করে সরকার তাকে ভয পায়। আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।