দেশের ৩২টি প্রেক্ষাগৃহে গেল শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা কিসি কা ভাই কিসি কি জান। সেসময়েই কথা রটে, ভারতের পাশাপাশি একই দিন যেন বাংলাদেশেও মুক্তি দেওয়া হয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান।
ওই দিন স্টার সিনেপ্লেক্সের সামনে শাহরুখ ভক্তরা দাড়িয়ে যান ব্যানার হাতে। মুক্তির দাবিতে স্লোগানও দেন তারা । এসআরকে ইউনিভার্স বাংলাদেশ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা এই দাবিটি নজরে এসেছে স্বয়ং বলিউড বাদশাহ‘ র। ফাহিম আজিজ নামে এক ভক্ত টুইটে বাংলাদেশে মুক্তির দাবির বিষয়টি তুলে ধরেন। আর সেই টুইটে গতকাল শনিবার শাহরুখ খান নিজেই উত্তর দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ধন্যবাদ ছেলেমেয়েরা । পরে শাহরুখ হ্যাশট্যা জওয়ান লিখেছেন। শাহরুখ ভক্তদের দাবি এর আগে পাঠান মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এবার যেন তা না হয়। তারা চায় জওয়ান যেন একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হয়।