রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মার্কেটটির পশ্চিম পাশে চারতলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
এ কর্মকর্তা বলেন, রাত ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন নির্বাপণের কাজ চলছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।