নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক। আবারো (ডিএনসি) বগুড়া কর্তৃক পিকাপ ভর্তি ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার এসময় দুইজন গ্রেফতার ।
(সোমবার) ২৪শে জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া এর উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্বাবধানে সহকারি উপপরিদর্শক মোঃ নিজামউদ্দীন ও মোছাঃ মোছলেমা খাতুন এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন রংপুর মহাসড়ক গোকুল বিসমিল্লাহ হোটেল এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা ভর্তি একটি পিকাপসহ গাড়ী চালক মোঃ আনোয়ারুল ইসলাম (৩৩) ও মোঃ মমিনুর ইসলাম (৩০) কে হাতে নাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খান বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ।