ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন বেশি। পর্দায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত এই নায়িকা। তার সবশেষ অভিনীত মুক্তি পাওয়া সিনেমা “মা”। তবে সুখবর হলো আবারও কাজ শুরু করেছেন পরীমণি। জানা গেছে, রায়হান রাফি পরিচালিত পরিবার ও সম্পর্কের গল্পের একটি ওয়েব ফিল্ম কাজ করছেন তিনি।
নতুন এ ওয়েব ফিল্ম নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, “আমি যেমন গল্প নিয়ে কাজ করি. এটি তেমনই। পরিবার এবং সম্পর্কের গল্প। গল্পটি সম্পর্কে আর কিছু বলতে চাই না। এটা চমকই থাকুক। মুক্তির পরই সবাই জানবে।”
এ সিরিজে পরীমণির যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, গল্পটা যখন লিখছিলাম, তখনই নায়িকা হিসেবে পরীমণির কথা আমার মাথায় ছিল। এরপর তাকে গল্পটা শোনাই। পরে গল্প পরীর পছন্দ হলে সে দীর্ঘদিন রিহার্সেল করে। গল্পটা আত্মস্থ করার চেষ্টা করেছে। কাজের প্রতি পরীর এত আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। আমার মনে হয়, সবকিছু মিলিয়ে এখন ভালো কিছুই হবে।
তবে রাফী পরিচালিত ওয়েব ফিল্ম এর নাম এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া পরীর বিপরীতে কে কাজ করছেন সে সম্পর্কেও কিছু জানা যায়নি। এ বিষয়ে রাফী জানান, এরই মধ্যে তিন জনের সাথে কথা হয়েছে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে হবে তাকে নিয়েই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে এই ওয়েব ফিল্মের।