প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলছেন, নির্বাচনের সময় কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা। এই ব্যবস্থা গ্রহন করা হবে জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে।
সোমবার ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই আচরণে কোনভাবেই পক্ষপাত হওয়া উচিত নয়। এজন্যই জামালপুরের জেলা প্রশাসক ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। এছাড়া সরকারি সফরে প্রধানমন্ত্রী ভোট চাইতে পারে কি না তা জানতে চাওয়া হলে বিষয়টি কেউ কমিশনের নজরে আনেনি। আনলে পরীক্ষা- নিরীক্ষা করে দেখা হবে।
সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এই সুযোগ ইসির আছে।
তিনি বলেন, নির্বাচনের সময় কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয়, তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এটা জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা।