প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও একই শঙ্কা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটির প্রথম ইনিংসে নিউজিল্যান্ড বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দলটি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বোলারদের তোপে বড় সংগ্রহের আগেই থামতে হয়েছে কিউইদের।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে।