রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

নতুন জঙ্গি সংগঠনের সন্ধান

নিজস্ব প্রতিবেদক / ১০৬ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
নতুন জঙ্গি সংগঠনের সন্ধান
নতুন জঙ্গি সংগঠনের সন্ধান

বাংলাদেশে নতুন একটি জঙ্গি সংগঠন এর সন্ধান পেয়েছে এন্টি টেররিজম ইউনিট। তাওহীদুল উলূহিয়্যাহ নামে, জঙ্গিরা পুরোনো উগ্রবাদী সংগঠনের আড়ালে থেকে নতুন নাম নিয়ে সংগঠিত হচ্ছিল। গতকাল শনিবার সকালে রাজধানী ঢাকার বারিধারায় ডিআইজি অপারেসন্স মোহা. আলীম মাহমুদ এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, এটিই দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নতুন জঙ্গি সংগঠনের তিনজন শীর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নতুন এ জঙ্গি সংগঠনের কার্যক্রম চলছিলো গেল ২ মাস ধরে। ইতিমধ্যে তারা নতুন উগ্রবাদী সংগঠন  সাহেবে- কিরান বারাহ নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত “আনসার আল ইসলাম” বা “আনসার উল্লাহ বাংলা টিমের” অনসারী হলেও নতুন সংগঠন গঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিলো। তাদের নাশকতার পরিকল্পনাও ছিলো।

এ প্রসঙ্গে অপরাধ  বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, জঙ্গি কার্যক্রমে তরুন যুবকদের মধ্যে  এমন মতবাদ ঢুকিয়ে দেয়া হয় যে, তারা মনে করেন তাদের ভাবনাটাই পুরোপুরি সঠিক। আর অন্যরা যা বলরছেন কিংবা করছেন সেটা পুরোপুরি ভুল। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে এমন গুচ্ছ গুচ্ছ জঙ্গি সংগঠনের সন্ধান কেন মিলছে জানতে চাইলে ড. তৌহিদ বলেন, জঙ্গিদের নির্দিষ্ট কোন সময় বা মৌসুম নেই। তারা সুযোগের অপেক্ষায় থাকে তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ এই অপরাধ বিশ্লেষকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL