বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ের নিজ দফতরে মূল্যস্ফীতি নিয়ে হাছান মাহমুদ বলেন, কোনো কোনো দেশে মূল্যস্ফীতি ২০ শতাংশ ছাড়িয়েছে। বাংলাদেশে এই মূল্যস্ফীতি মাত্র সাড়ে ৮ শতাংশ, যা উন্নত দেশের তুলনায় অনেক কম। অথচ বিএনপি নেতারা পৃথিবীর বিভিন্ন দেশের মূল্যস্ফীতি আড়াল করে শুধু বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে সমালোচনা করছে। বিদ্যুতের মূল্যস্ফীতিও অন্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম। ভারতের তুলনায়ও দেশে বিদ্যুতের দাম অনেক কম বলেও দাবি করেন তিনি।
দেশে বিদ্যুতের দাম অন্য দেশের তুলনায় কম: তথ্যমন্ত্রী
বিদ্যুতের দাম বাড়লে স্বল্প আয়ের মানুষের কিছুটা কষ্ট হয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, পুরো বিশ্বে যেখানে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, সেখানে সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই সবকিছুর দাম নির্ধারণ করছে। তবে স্বল্প আয়ের মানুষের কষ্ট কিছুটা বেড়েছে, তাদের আয় খুব একটা বাড়েনি।
আরো পড়ুন : www.manushmanusherjonnobd.com/জলবায়ু-পরিবর্তন-মোকাবিলা+