(সোমবার) ১২ই ফেব্রুয়ারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে , ‘ক’ সার্কেল পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউপির মাকাপুর পূর্বপাড়া গ্রামে মোছাঃ আলেয়া খাতুন এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) বোতল ফেনসিডিলসহ মোছাঃ আলেয়া খাতুন (৫০)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ রফিকুল ইসলাম মন্ডল (৩২) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লায়েকউজ্জামান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।