নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২৪ ঘন্টাই সজাগ। আবারো ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার
(বুধবার) ৫ জুলাই, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মুঃমিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন বড়বাজারস্হ জুয়েল স্টোর নামীয় মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত)পিস ইয়াবাসহ মোছা: মরিয়ম (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
এদিকে (মঙ্গলবার) ৪ঠা জুলাই, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,কুড়িগ্রাম এর সহকারী পরিচালক আবু জাফর এর সার্বিক তত্বাবধানে,উপ- পরিদর্শক মোঃ আছাদুল হক এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কুড়িগ্রাম সদর থানাধীন মধ্য কুমরপুর কৈয়াপাড়া গ্রামস্থ সাধুরধাম মন্দিরের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮০(আশি) বোতল ফেন্সিডিলসহ দুই জন আসামিকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ আছাদুল হক বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।