নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার।
(শনিবার) ৩রা জুন, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মু: মিজানুর রহমান এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানাধীন বিয়াল্লিশ্বর রাস্তার মাথায় কুমিল্লা সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে ৬ (ছয়)কেজি গাঁজাসহ ১/ মোঃ মহসিন মিয়া (২৬)গ্রেফতার, পিতা- রমজান মিয়া ও ২/শারমিন আক্তার সুমি (২২), পিতা- মৃত সম্রাট আকবর মুহুরিকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।