নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর কর্তৃক ৩৬ কেজি গাঁজা উদ্ধার।
(রবিবার) ১৫ অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর জেলার কাহারোল ও বোচাগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ (ছত্রিশ) কেজি গাঁজাসহ রামনগর হীরাহার এলাকার মোছাঃ পিংকি, কাহারোলের রামচন্দ্রপুর এলাকার ফারুক হোসেন, বোচাগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার আব্দুল কাদেরসহ ৪ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে রাশেদ আলী পালিয় যায়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক হাসিবুল হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।