নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি ঢাকা মেট্র্রো (উত্তর)-এ ১০৪০০ (দশ হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার।
(শনিবার) ৬ই মে ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ঢাকা মেট্র্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক মোঃ শাহীনুল কবির এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গুলশান থানাধীন প্রগতি সরণি গ 25/1 শাহজাদপুর অস্ত পূর্ণিমা রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০৪০০ পিস (দশ হাজার চারশত) পিস ইয়াবাসহ মোঃ হারুন-অর-রশিদ (২৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শাহীনুল কবির বাদী হয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।