নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
(সোমবার) ২৮শে জুন ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, মতিঝিল সার্কেলের পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ২৭ তারিখ সন্ধ্যা থেকে ২৮ তারিখ মধ্যরাত অবধি যাত্রাবাড়ী জনপথের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ও একটি গো-খাদ্যের ট্রাকসহ মোঃ বাদল হোসেন (৩৪), মোহাম্মদ আকিবুল হোসেন (২৩) ও মোঃ পারভেজ (২০)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক মাসুদ হোসেন বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তারা গো-খাদ্যের আড়ালে চট্টগ্রাম হতে ঢাকার মোহাম্মদপুরে ইয়াবা পাচার করবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই পরিচালনা করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।