নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) ও ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার
(সোমবার)) ২৮শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে,মতিঝিল সার্কেল পরিদর্শক মো: মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ি থানাধীন এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনের একটি বাসে (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৭৬) তল্লাশী করে ১২,০০০ (বার হাজার) পিস ইয়াবাসহ মোঃ হানিফ (৫৪) ও মোঃ রানা (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: মিজানুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।
এদিকে (সোমবার) ২৮শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে,সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক নির্দেশনায় পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দারুস সালাম থানাথীন মিরপুর-১ মাজার রোড বুদ্ধিজীবী শহীদ মিনার গেইট প্রিয়াঙ্গন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ২৪(চব্বিশ) গ্রাম হেরোইনসহ মোঃ আলোমগীর (৪০), মোসাঃ সালমা (২৮) ও নারগিস আক্তার (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া বাদী হয়ে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।