নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
(শুক্রবার) ১৪ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, খিলগাঁও সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ মোঃ আহসান হাবীব হাসান (৪৮)কে হাতেনাতে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ পাঠাও চালক (ইয়াবার পার্সেল সরবরাহকারী) মো: তোফাজ্জল হোসেন (২৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে খিলগাঁও এবং তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (রবিবার) ১৬ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোঃ আলমগীর হোসেন এর সার্বিক তত্তাবধানে, “ক”সার্কেল পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোদাগাড়ী থানাধীন জৈটা বটতলা নামকস্থানে অভিযান পরিচালনা করে খালি ক্যারেটের আড়াঁলে লুকানো অবস্থায় ১০০ (একশত) কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ মো: শরিফুল ইসলাম (২৯) ও মো: নাইম আলী (২৩)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।