নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), বগুড়া ও কুড়িগ্রামে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।
(শুক্রবার) ২৪ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মো: আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মো: মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৬নং টোল প্লাজার ৪নং লাইনের উপর রিলাক্স কিং নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ২,৬০০ (দুই হাজার ছয়শত) পিস ইয়াবাসহ মোঃ সহিদ (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও একই স্থানে অপর অভিযান মোঃ নজরুল ইসলাম (৪৫), মোঃ রফিকুল ইসলাম (৪৫) ও জেরিন সুলতানা (২৬)কে ১৯৯০০ (উনিশ হাজার নয়শত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা ও উপ-পরিদর্শক মোঃ আ: ছাত্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (শুক্রবার) ২৪ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান নেতৃত্বে, পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খানসহ বিভাগীয় সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া জেলার অর্ন্তগত সারিয়াকান্দি থানাধীন নিজ বলাইল বাজার উত্তর পাশে বছির আহমেদপিন্টুর সিমেন্ট দোকানের সামনে রাস্তার উপর কুড়িগ্রাম হইতে বগুড়ার দিকে আসা পিকআপ তল্লাশী করে ৩৪(চৌত্রিশ) কেজি গাঁজাসহ মোঃ ইউনুছ আলী (৪০) (ড্রাইভার)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে (শুক্রবার) ২৪ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুড়িগ্রাম এর সহকারী পরিচালক আবু জাফর এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক (ভার:) মো: আব্দুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সদর থানাধীন চর মাধবরাম পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, হীরা ভাস্পর (২৮), যতন ভাস্পর (৪৫), দীলীপ ভাস্পর (৩০), সুরুশ ভাস্পর (৩৫) ও কৃষ্ণ ভাস্পর (৩৫)কে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক (ভার:) মো: আব্দুর রহমান বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।