নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ও বগুড়ায় বিপুল পরিমান মাদক ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার।
(রবিবার) ৫ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহাবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন অতীশ দীপংকর রোডস্থ মেয়র মোঃ হানিফ ফ্লাওভার এর উপর ৬নং টোল প্লাজার ২৫ নং লেনের দক্ষিণ পার্শ্বে ইমপেরিয়াল এক্সপ্রেস লিমিটেড নামীয় বাসে অভিযান পরিচালনা করে রোজা মনি ওরফে সুমি (২০)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
একইস্থানে অপর অভিযানে, সার্বিক পরিবহন নামীয় একটি বাসে অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (৫৫)কে ৭০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও একই টিম, সাভার মডেল থানাধীন দক্ষিণ রাজাসন গ্রামস্থ হোল্ডিং নং ৫৮/১ মোঃ রুবেল হোসেন এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১৬০ (একশত ষাট) বোতল ফেন্সিডিলসহ মো: রুবেল হোসেন (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মাহাবুর রহমান ও উপপরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে যাত্রাবাড়ী ও সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক ৩টি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।
এদিকে (সোমবার) ৬ই নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান নেতৃত্বে, পরিদর্শক মোঃ ইব্রাহিম খানসহ গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড় সূত্রাপুর মোঃ আলম এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে টেকনাফ হইতে আগত মোঃ ইব্রাহিম(২১) ও মোঃ সাদেক (২১)কে ২৭২০ (দুই হাজার সাতশত বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।