নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার
(শনিবার) ৯ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাসেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে,সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক নির্দেশনায় ,উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহাবুর রহমান এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে,যাত্রাবাড়ী থানাধীন অতীশ দিপংকর রোডস্থ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর ৬নং টোল প্লাজার ২৫ নং লেনের দক্ষিণ পার্শ্বে একটি হানিফ নামীয় (ঢাকা মেট্রো-ব-১৫-১২০১) বাসের যাত্রীকে তল্লাশী করে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ মোঃ হোসেন (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উত্তরা সার্কেল পরিদর্শক মোঃ মাহাবুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।