নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার।
(মঙ্গলবার) ৩০ই এপ্রিল, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয়, (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মো: মেহেদী হাসান এর দিক নির্দেশনায়, মিরপুর সার্কেল পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, জিএমপি বাসন থানাধীন নলজানি পালের মাঠ সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এর ডেলিভারি পয়েন্টে অভিযান পরিচালনা করে মোঃ রাসেল মিয়া (৩৮), মোঃ সবুজ মিয়া (২৪) ও মোঃ কাওসার আহমেদকে একটি চটের বস্তায় ১৫ (পনের) কেজি গাঁজা এবং ৩টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে গাজীপুর জিএমপি বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।