নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও নোয়াখালীতে বিপুল পরিমান মাদক ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার ।
(শুক্রবার) ২২শে ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, হাতিরঝিল থানাধীন, মহানগর হাউজিং মেইন রোড ২০২/ডি দোকার নং-৩/৪ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ ইউসুফ (৩৯) কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে (শনিবার) ২৩শে ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সোনাইমুড়ী থানাধীন রুহুল আমিন নগর, ২নং ওয়ার্ড, ০৯নং দেওটি ইউপির বাগপাঁচরা (এবাদ আলী হাজী বাড়ী) শিপু বেগম এর বসতঘরে অভিযান পরিচালনা করে শিপু বেগম (৩৬)কে ২ (দুই কেজি) গাঁজা ও ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের অপর আসামী মোঃ বাবুল হোসেন (৪৪) পালিয়ে যায়। জানা যায়, উক্ত আসামীদ্বয় স্বামী স্ত্র-। তারা একে অন্যের যোগশাযসে অবৈধ গাঁজা ও ফেন্সিডিলের দীর্ঘদিন যাবৎ ব্যাবসা করে আসছে। আসামীদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।