নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদক ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার।
(শনিবার) ২৫শে নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, তেজগাঁও সার্কেল পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এ-২২ লেনের উপর অভিযান পরিচালনা করে লিয়া (২৫), কুশল তঞ্চঙ্গ্যা (৩০) ও বিচু (২২)কে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (সোমবার) ৪ঠা ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহ এর উপ-পরিচালক মোহাম্মদ খোরশীদ আলম এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, ত্রিশাল থানাধীন মোক্ষ্যপুর নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান(৩২), মোঃ ইসাহাক আলি(৩৪), ও রশিদা আক্তার(৩৮)কে ১০৪ (একশত চার) গ্রাম হেরোইন, মাদক পাচার কাজে ব্যবহৃত ১ টি ১২৫ সিসি TVS RAIDER মোটরসাইকেল ও নগদ ৪,১০০ টাকা এবং ৫ টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। জানা যায়, আসামিরা আন্তঃজেলা মাদক কারবারি । এবং ২ নং আসামী মোঃ মেহেদী হাসান এর বিরুদ্ধে ইতোপুর্বে ১ কেজি ৫০ (এক কেজি পঞ্চাশ) গ্রাম হেরোইন এর মামলা রয়েছে। আসামীদের উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
অন্যদিকে (সোমবার) ৪ঠা ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মু: মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সরাইল থানাধীন কুট্টাপাড়া মোড়ে বশিরের চা এর দোকানের সামনে ঢাকা- সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ১৫( পনের) কেজি গাঁজা ও ১টি সিএনজি চালিত অটোরিক্সা মোঃ কামাল খান (৩৩) ও মোসাম্মৎ ফারহানা আক্তার(২৩), মোছাম্মদ শারমিনা আক্তার (২৫)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ সোহেল মিয়া (২৮) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
অপর অভিযানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন দূর্গাপুর চন্ড্রীমুড়া এলাকাস্থ আছিয়া মঞ্জিল নামক বাসার সামনে সিঙ্গারবিল হতে আখাউড়া গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২(বারো) গাঁজাসহ মোছাঃ রাবেয়া বেগম( ৪৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।