নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রোঃ কার্যালয় দক্ষিণ ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(সোমবার) ৩০ সেপ্টেম্বর,২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর নির্দেশনায়, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, কোতয়ালী সার্কেলের পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁইয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সবুজবাগ থানাধীন পূর্ব বাসাবো এলাকায় সৌদি ভবনে মোঃ এহসানুল হক চৌধুরী বাপ্পা (৩২) এর বাসায় অভিযান পরিচালনা করে মোঃ এহসানুল হক চৌধুরী বাপ্পা (৩২)কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। জানা যায়, ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের তালিকাভুক্ত গডফাদার মোঃ এহসানুল হক চৌধুরী বাপ্পা (৩২) সবুজবাগ এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও মাদকের গডফাদার। তার বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় ২০টি, খিলগাঁও থানায় ০২টি, মুগদা থানায় ০২টি এবং পল্টন থানায় ০১টিসহ মোট ২৫টি মাদক মামলা আছে। সবুজবাগ ও বাসাবো এলাকার মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সবুজবাগ ও বাসাবো এলাকার ঝিলপাড় এলাকার নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবনে নিয়মিত মাদকের আসর বসানো ও মাদক কেনাবেচার নেপথ্যে এই মোঃ এহসানুল হক চৌধুরী বাপ্পা (৩২)।
এছাড়াও লালবাগ সার্কেলের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভুঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শরীরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (১৯) এবং মোঃ মহসিন (২২)কে ৩ (তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের লালবাগ ও ডেমরা সার্কেলের যৌথ অভিযানে কামরাঙ্গীরচর এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও গডফাদার খুরশিদা বেগম ওরফে খুশি (৩৬) গ্রেপ্তার হয়। তার দেয়া তথ্যমতে কুমিল্লা সীমান্ত থেকে রাজধানীর কামরাঙ্গীরচরে গাঁজা পাচারকারীদের একটি চক্রের সন্ধান পাওয়া যায়। মূলত পথশিশু, কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের নিয়ে পাচারকারীদের চক্রটি গড়ে ওঠে বলে জানা যায়। আটকৃত আসামীদ্বয় এই চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
যশোর
(মঙ্গলবার) ১লা অক্টোবর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, ‘ক’ সার্কেল একটি টিম, কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ঘোপ জেল রোড ১৯৯ নং হোল্ডিং এর বাসায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজামাল হোসেন দীপু (৩৯) কে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।