নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো ডিএনসি ঠাকুরগাঁওে ৬০৩০ পিস ইয়াবা উদ্ধার।
(রবিবার) ১১ই জুন,২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,জেলা কার্যালয়, ঠাকুরগাঁও সহকারী পরিচালক সৌমিক রায় এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক আজহারুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পীরগঞ্জ থানাধীন গুয়াগাঁও মহল্লাস্থ পীরগঞ্জ যাওয়ার পাকা রাস্থার উপর অভিযান পরিচালনা করে গোলাম রব্বানী (২৪)কে ৬০৩০( ছয় হাজার ত্রিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফথার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক আজহারুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।