নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন ও রাজবাড়ীতে বিপুল পরিমান মাদক ফেন্সিডিল, ইয়াবা ও আইস উদ্ধার।
আজ (রবিবার) ২৬শে মার্চ, ২০২৩ মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপির ফুলের ডেইল, দক্ষিন হিল্লা এলাকায় অভিযান পরিচালনা করে আলমগীর (২৬) কে ১৩৪ (একশত চৌত্রিশ) বোতল ফেনসিডিল ও ৬০০ (ছয়শত) পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলটসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, আলমগীর (২৬) দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছিলো বলে আমরা জানতে পারি । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, সে বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জেলাগুলো হতে কৌশলে বিভিন্ন ফলের গাড়ীতে করে উক্ত ফেন্সিডিলগুলো টেকনাফে এনে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এদিকে (রবিবার) ২৬শে মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, রাজবাড়ীর সহকারী পরিচালক তানভীর হোসেন এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ি থানাধীন সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে এ কে এম ফজলে রাব্বি এর বসতঘরে অভিযান পরিচালনা করে এ কে এম ফজলে রাব্বি (৩১), পিতা মোঃ মাইনুদ্দিন মোল্লাকে ১৪( চৌদ্দ) গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।