নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ ও টেকনাফ কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার
(বৃহস্পরতিবার) ২৪শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালক গোলক মজুমদার এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মহেশপুর থানার মান্দারবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫( পঁচাত্তর) বোতল ফেন্সিডিলসহ মোঃ শাহাদাতুল মিরাজ (ডলার) (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।
এদিকে (বুধবার) ২৩ শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় টেকনাফের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদশর্ক মো: নাসির উদ্দীন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পোরসভার পুরান পল্লান পাড়ায় অভিযান পরিচালনা করে ৯,০০০ (নয় হাজার) পিস ইয়াবাসহ King Zaw Nai প্রকাশ মোঃ নুর (২৫), আব্দুর রহমান (২৪) ও সামছুল হক (২২) (রোহিঙ্গা) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদশর্ক মো: নাসির উদ্দীন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।