নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া কর্তৃক ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার।
(শুক্রবার) ১৫ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া সদর থানাধীন বগুড়া-রংপুর মহাসড়ক গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০,০০০ ( দশ হাজার) পিস ইয়াবাসহ কক্সবাজারের বাসিন্দা শারমিন বড়ুয়া (৩৭) পিতা- মৃত আংকি মোহন বড়ুয়া , রংপুরের বাসিন্দা শ্রী প্রভাত চন্দ্র বর্মণ (৪৫) পিতা- মৃত শিরিস চন্দ্র বর্মণ ও শ্রী পরিমল বর্মণ (৩২) পিতা-শ্রী উপিন চন্দ্র বর্মণ কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক মোঃ রাজিউর রহমান খবরে নিশ্চিত করে বলেন, আসামীগন দীর্ঘদিন পরস্পর যোগসাজসে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।