নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
(বুধবার) ৩০শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে, “ক” সার্কেল পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন হুজরাপুর খালঘাট এলাকস্থ পাওয়ার হাউজ হইতে খালঘাট গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ (দশ) বোতল ফেন্সিডিল ও নম্বর প্লেটবিহীন হিরো গ্লেমারাস মোটরসাইকেলসহ মোঃ জজম আলী (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও গত (মঙ্গলবার) ২৯শে আগষ্ট ২০২৩ একই টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর কলেজ মোড় সংলগ্ন নাচোলগামী রোডস্থ মোঃ রাজিব আলী এর সেলুনের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪ কেজি ৫০০ গ্রাম (সাড়ে চার কেজি) গাঁজাসহ মোসাঃ রহিমা বেগম (৪২) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে “ক” সার্কেল পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় ও গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।