নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আবারো চাঁদপুর, শেরপুর, গাইবান্ধা ও ঝালকাঠিতে বিপুল পরিমান মাদক উদ্ধার।
(সোমবার) ১৩ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহিন ভূঁইয়া (২০) কে ৯৭ (সাতানব্বই) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (সোমবার) ১৩ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুর এর উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সার্বিক তত্তাবধানে, “খ” সার্কেল পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, শেরপুর সদর থানাধীন তারাকান্দি গ্রামস্থ মোঃ ফেরদাউস মিয়া এর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ২ (দুই) কেজি গাজাঁসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অপর অভিযানে উত্তর তারাকান্দী শিমুলতলা গ্রামস্থ পলাতক আসামী মোঃ কামাল মিয়া (৪৫) এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১(এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ এনামুল হক শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
অন্যদিকে (রবিবার) ১২ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্তাবধানে, উপপিরদর্শক মামুনুর রশীদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সাদুল্লাহপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিলসহ মো: নাসির উদ্দিন (২৯) ও মো: সালমান শাহ (২৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপিরদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে সাদুল্লাহপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন ।
এছাড়াও (রবিবার) ১২ই মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝালকাঠির পরিদর্শক আব্দুর রব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, পালবাড়ী এলাকায় তুহিনের বসতঘরে অভিযান পরিচালনা করে (৫০০)পাঁচশত পিস ইয়াবা সহ তুহিন হাওলাদার (৪১)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক আব্দুর রব বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।